3 thoughts on “Mehazabien Chowdhury Biography, Wiki, Age, Height, Family, Career & More

  1. স্বল্প সময়ে কোটিবারের বেশি দেখা হয়েছে তার অভিনীত শিল্পী নাটকটি।এবারের ভালোবাসা দিবসে বিভিন্ন টেলিভিশন চ‍্যানেলে প্রচারিত হয়েছে তার ১২ টি নাটক।তিনি মেহজাবীন চৌধুরী।আমারও প্রিয়- সবার প্রিয়।অল্পবয়সী এই মেয়েটি লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।অল হ‍্যাপেনিংয়ের জায়গা ফেসবুক ও ইনস্টাগ্রামে সরব উপস্থিতি মেহজাবীনের।ভার্সেটাইল অভিনেতা আফরান নিশোর সাথে নায়িকা হিশেবে জুটি বেঁধেছেন তিনি যে নাটকে সেটির নাম হলো- কাজলরেখা।একটা মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল জীবনযাপনের গল্প এটি।তাছাড়া অপূর্ব ও মেহজাবীন জুটি অনেকগুলো দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে।তাদের অভিনীত ‘ ক‍্যান্ডি ক্রাশ ‘ সিএমভির ব‍্যানারে এসেছে আর পশ্চিমবঙ্গসহ দিল্লীতেও জনপ্রিয় হয়েছে।মেহেদী হাসান জনির নির্দেশনায় বেশকিছু ভালো ভালো নাটকে অভিনয় করেছেন যার মধ‍্যে উল্লেখযোগ্য হচ্ছে- চুপকথা ও নেগেটিভ পজিটিভ।আমার মতো সোশ‍্যাল পিকপট মেহজাবীনের মতো রূপবতী নারীদের বরাবরই প্রশংসা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *